News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫০, ৩ মার্চ ২০১৫
আপডেট: ১২:২৬, ২২ জানুয়ারি ২০২০

খালেদাকে গ্রেপ্তারের আদেশ বাতিলের আবেদন

খালেদাকে গ্রেপ্তারের আদেশ বাতিলের আবেদন

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতের দেয়া গ্রেপ্তারের আদেশ বাতিলের আবেদন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে খালেদা জিয়ার পক্ষে এ আবেদন করা হয়। খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আবেদনটি করেন। দুপুরে এ আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

আগামীকাল বুধবার দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই মামলা দুটির বিচার কার্যক্রমে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় গত ২৫ ফেব্রুয়ারি খালেদাসহ তিন আসামিকে গ্রেপ্তারের আদেশ দেন আদালত। অন্য দু’জন হচ্ছেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

এর আগে গতকাল সোমবার নিরাপত্তাজনিত কারণে দুই দুর্নীতি মামলার ধার্য তারিখ বুধবার খালেদা জিয়া আদালতে হাজির হচ্ছেন না বলে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানিয়েছিলেন। 

মামলাটির অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান খালেদার বড় ছেলে তারেক রহমানকেও বুধবার আদালতে স্বশরীরে হাজির করতে তার আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।

গত ২৮ জানুয়ারি বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন করেছিলেন খালেদা জিয়া। আগামী বৃহস্পতিবার এ আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে। ওই আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামীকাল সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার জন্য মামলার বুধবার আবেদন জানানো হবে।

মামলা দু’টির নির্ধারিত ৬৩ কার্যদিবসের মধ্যে মাত্র সাতদিন হাজির হয়েছেন খালেদা জিয়া। এ জন্য গত ধার্য তারিখে (২৫ ফেব্রুয়ারি) আদালত খালেদা জিয়াকে গ্রেপ্তারের আদেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

নিউজবাংলাদেশ.কম/ এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়