News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৩, ২ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২০

সুন্দরবন-বঙ্গোপসাগর রক্ষার দাবিতে আন্দোলনের ডাক

সুন্দরবন-বঙ্গোপসাগর রক্ষার দাবিতে আন্দোলনের ডাক

ঢাকা: সুন্দরবন ও বঙ্গোপসাগর রক্ষার দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে গণ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

সোমবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনের এ ডাক দেয়া হয়। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স এবং জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

অধ্যাপক আনু মুহাম্মদ তার বক্তব্যে বলেন, “জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বন্ধ করতে হবে। আমাদের সুন্দরবন ও বঙ্গোপসাগরকে রক্ষা করতে হবে, প্রয়োজনে আমরা জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো।”

সমাবেশে এসময় উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী,  সৈয়দ আবু জাফর আহমেদ, বজলুর রশীদ ফিরোজ, সাইফুল হক, মোশরেফা মিশু, আজিজুর রহমান, আব্দুস সাত্তার, অ্যাডভোকেট আব্দুস সালাম, মহিন উদ্দিন চৌধুরী লিটন সহ জাতীয় কমিটির অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
 
সমাবেশে বক্তারা আরও বলেন, “অবিলম্বে এশিয়া এনার্জির বহিষ্কারসহ ফুলবাড়ি ৬ দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। একইসঙ্গে সুন্দরবনধ্বংসী এনটিপিসি ও ওরিয়ন বিদ্যুৎ প্রকল্প এবং বঙ্গোপসাগরে ত্যাল-গ্যাস ব্লক নিয়ে জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তির প্রক্রিয়া বন্ধ করতে হবে।”
 
সমাবেশ শেষে সুন্দরবনসহ সকল জাতীয় সম্পদ রক্ষার জন্য দেশের জনগণকে একত্র হয়ে আন্দোলন করার আহ্বান জানিয়ে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে পুরানা পল্টন মোড়ে আসলে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়