হাসিনাকে চিঠি
বাংলাদেশে আসতে চান মোদি
ঢাকা: বাংলাদেশ সফরের ইচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির এ চিঠি নিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রানিয়াম জয়শঙ্কর।
সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জয়শঙ্কর। এ সময় তিনি প্রধানমন্ত্রীর হাতে চিঠি তুলে দেন। এ সময় তারা প্রায় আধাঘণ্টা ধরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। চিঠিতে নরেন্দ্র মোদি বলেছেন- তিনি আগ্রহের সঙ্গে বাংলাদেশ সফরের জন্য অপেক্ষা করছেন। শেখ হাসিনাকেও ভারত সফরের আমন্ত্রণ জানিয়ে মোদি বলেছেন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তিনি গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।’
শামীম চৌধুরী আরও জানান, নরেন্দ্র মোদির চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নরেন্দ্র মোদীর জন্যও আমরা সেই অপেক্ষায় আছি।’ এ সময় ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন- ‘শিগগিরই ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন।’
তিনি আরও বলেন, ‘অচিরেই ভারত-বাংলাদেশের মধ্যে দু’টি চুক্তি স্বাক্ষর হবে। এ চুক্তির মধ্যে রয়েছে ট্রেড প্রটোকল এবং অপরটি কোস্টাল শিপিং।’
শেখ হাসিনা নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাতের বিষয় স্মরণ করে বলেন, ‘নিউইয়র্ক ও কাঠমণ্ডুতে আমাদের কথা হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। এগুলো বাস্তবায়ন হবে।’
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ত্রিপুরা পালাটানা বিদ্যুৎ কেন্দ থেকে আরো বিদ্যুৎ চেয়ে বলেন, আমরা পালাটানা থেকে আরও বিদ্যুৎ চাই। উত্তরে ভারতের পররাষ্ট্র সচিবও বিদ্যুৎ আসবে বলে জানান।
এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভী, দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/ এমএ/ এমএম
নিউজবাংলাদেশ.কম