News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০৯, ২ মার্চ ২০১৫
আপডেট: ০৩:২০, ৯ ফেব্রুয়ারি ২০২০

সিলেটে ৩টি গাড়িতে আগুন

সিলেটে ৩টি গাড়িতে আগুন

সিলেটের বিয়ানীবাজারে ২টি ট্রাক ও বাসে এবং দক্ষিণ সুরমায় ১টি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ও ৯টায় এ দুটি ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সিলেট থেকে বিয়ানীবাজারগামী একটি বাস চারখাই পৌঁছুলে ২জন হরতাল সমর্থনকারী বাসে চড়ে। বাসটি বিয়ানীবাজারের শেওলা বড়বাড়ি এলাকায় আসলে তারা ড্রাইভারকে গাড়ি থামাতে বাধ্য করে। এসময় ৪টি মোটরসাইকেল যোগে আরো ৮জন তাদের সঙ্গে যোগ দেয়। একপর্যায়ে যাত্রীদের বাস থেকে নামিয়ে দিয়ে তারা পেট্রলবোমা ছুড়ে বাসটিতে (সিলেট জ ১১-০২৬৭) আগুন ধরিয়ে দেয়।

ঠিক একই সময় তারা সিলেটগামী একটি ট্রাকেও (ঢাকা মেট্টো ট ১৮-৫৩১১) একইভাবে আগুন ধরিয়ে দেয়।

পরে বিয়ানীবাজার ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান ও উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম।

এদিকে, রাত ৯টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের কায়েস্থরাইলে একটি ট্রাকে পেট্রলবোমা মেরে আগুন দেয় হরতাল সমর্থনকারীরা। এতে ট্রাকের হেলপার গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এএস/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়