নিউমার্কেটে দোকানিদের পিটুনিতে ঢাবির ৬ শিক্ষার্থী আহত
ঢাকা: রাজধানীর নিউমার্কেটে দর কষাকষিকে কেন্দ্র করে দোকান-কর্মচারীদের হাতে আহত হয়েছেন ৬ শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিউজবাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের এএসআই সেন্টু দাস।
তিনি বলেন, ‘‘ঢাবির শিক্ষার্থী বদরুল ইসলাম বাপ্পী দুপুরে নিউমার্কেটের ২ নং গেটে যান অ্যাপ্রোন কিনতে। এসময় দোকানির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাপ্পী অন্য শিক্ষার্থীদেরকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন।’’
সেন্টু দাস আরো বলেন, ‘‘অন্য শিক্ষার্থীরা এলে দোকানি ক্ষুব্ধ হয়ে অন্যান্য দোকানিদেরকে ডেকে ওই শিক্ষার্থীদেরকে বেধড়ক পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় ৬ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, সায়েম (২০), শুভ্র (১৮), ইমরান (২০), সাব্বির (১৯), কাওছার (২০), শামীম (২০)। আহতরা সবাই শহিদুল্লাহ হলে থাকেন।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস
নিউজবাংলাদেশ.কম