মুক্ত বুড়িগঙ্গার দাবিতে মানববন্ধন
ঢাকা: বুড়িগঙ্গার আদি চ্যানেল দখল, ভরাট ও দূষণমুক্ত করার দাবি জানিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠনগুলো।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ)সহ আরও কিছু সংগঠনের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পবা’র নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবহান বলেন, “বেপরোয়া দখল, ভরাট এবং দূষণের ক্রমবর্ধমান ও অব্যাহত আগ্রাসনের ফলে বুড়িগঙ্গার আদি চ্যানেল এখন প্রায়মৃত। রাজধানীতে জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য বুড়িগঙ্গা অনেক গুরুত্বপূর্ণ। বুড়িগঙ্গাকে দখলমুক্ত না করতে পারলে রাজধানী ঢাকার পরিবেশ বিপর্যয় ঘটবে। তাই বুড়িগঙ্গা দখলমুক্ত করতে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি জানাই।”
নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ) এর সভাপতি হামিদুর রাহমান ময়না বলেন, “নদী জলাশয় ভরাট করে স্থাপনা নির্মাণ বন্ধে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের চোখের সামনে দখলদাররা মরিয়া হয়ে উঠছে বুড়িগঙ্গার আদি চ্যানেলসহ ভেড়িবাঁধের উভয় পাশের খালগুলোর শেষ স্পন্দনটুকু কেড়ে নেয়ার জন্য। আমরা জনসাধারণ, মহানগরবাসী, পরিবেশ বিশেষজ্ঞসহ সকলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যাতে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।”
বুড়িগঙ্গাকে বাঁচাতে সিএস রেকর্ড অনুযায়ী বুড়িগঙ্গার চ্যানেলের সীমানা নির্ধারণ করে স্থায়ী পিলার স্থাপন, খনন করে আদি চ্যানেলের আগের অবস্থায় ফিরিয়ে আনাসহ ছয় দফা দাবি তোলা হয় মানববন্ধন থেকে এবং সরকারকে দ্রুত এর একটা সমাধানের আহ্বান জানানো হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পীস পল্লীমা গ্রীন, ইউনাইটেড পীস ফাউন্ডেশন (ইউপিএফ), গ্রীনমাইন্ড সোসাইটি, মডার্ন ক্লাব গ্রাম সংবাদ, ইকো সোসাইটি ইসলামবাগ অনির্বাণ সমাজকল্যাণ সংস্থাসহ অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এফএ
নিউজবাংলাদেশ.কম