র্যাবকে আরও আধুনিক করা হবে
ঢাকা: সন্ত্রাসীরা এখন অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, তাই র্যাবকেও হাইটেক যন্ত্রপাতি ও আধুনিক তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ করে আরও আধুনিক করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) একাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যাব সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘র্যাব এখন প্রকৃত অর্থেই এলিট ফোর্স। আমরা র্যাবকে আরও আধুনিক ও সময়োপযোগী করতে যা যা প্রয়োজন তার সবকিছুই করব।’
তিনি বলেন, ‘র্যাবের অপারেশনাল শক্তি বৃদ্ধি করতে দু’টি হেলিকপ্টারসহ প্রয়োজনীয় যানবাহন বরাদ্দ দেওয়া হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে গ্রেফতার করতে হাইটেক যন্ত্রপাতি ও আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে।’
র্যাবের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘র্যাবের কার্যক্রমে অবকাঠামোগত উন্নয়নসহ এ বাহিনীর নতুন নতুন ব্যাটালিয়ন উদ্বোধন করা হয়েছে। ১১টি র্যাব ব্যাটালিয়নকে স্থায়ী জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে।’ পাশাপাশি গাজীপুরে র্যাবের প্রশিক্ষণ কেন্দ্রের জন্যও স্থায়ী জায়গা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
র্যাবকে সুন্দর বনের বাঘ রক্ষায় সচেষ্ট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাঘ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারে আপনাদের (র্যাব) সদা সচেষ্ট থাকতে হবে।’
দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু দুষ্কৃতিকারী দেশের উন্নতি সহ্য করতে পারছে না। তাই তারা নানা ধরনের নাশকতা চালাচ্ছে। জনগণের জানমালের ক্ষতি করছে। এ সব রুখতে র্যাবকে আরো শক্তিশালী করতে হবে। কোনো অবস্থাতেই নাশকতা, জ্বালাও-পোড়াও সহ্য করা হবে না।’ প্রয়োজনে র্যাবে আরও লোকবল বাড়ানো হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ, সহকারী পরিচালক মাকসুদুল হকসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০০৪ সালের এ দিনে স্বাধীনতা দিবসের প্যারেডে অংশগ্রহণের মধ্য দিয়ে র্যাবের আত্মপ্রকাশ ঘটে। একই বছরের ১৪ এপ্রিল (পহেলা বৈশাখে) রমনার বটমূলে নিরাপত্তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে মাঠে নামে র্যাব। ওই বছর ২১ জুন রাজধানীর উত্তরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানকে ধরার অভিযান দিয়ে পূর্ণাঙ্গ অপারেশন কার্যক্রম শুরু করে তারা।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম