বাসচাপায় পোশাক কর্মী নিহত, প্রতিবাদে অবরোধ আগুন
নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁওয়ে বাসচাপায় এক পোশাক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মীর নাম আমানউল্লাহ (৩৫)। তিনি সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টসের প্রিন্টিং বিভাগের শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাতটার দিকে সোনারগাঁও ঢাকা রুটের স্বদেশ পরিবহনের একটি বাস সোনারগাঁয়ের চৈতি গার্মেস্টসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আমানউল্লাহকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমানউল্লাহ মারা যান।
পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে শ্রমিকদের শান্ত করে মহাসড়ক থেকে তুলে দিয়েছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম