বাসে ট্রেনের ধাক্কায় ২ বাসযাত্রী আহত
ঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকায় রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় বাসের ছাদে থাকা ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। তারা হলেন- মো. আলমগীর হোসেন (২৮) ও শহিদুল ইসলাম (১৭)। তারা মীর হাজিরবাগ পাইপ রোড এলাকায় থাকেন। চিকিৎসকরা জানিয়েছেন, আলমগীরের অবস্থা গুরুতর। তার কোমর থেকে পা পর্যন্ত থেঁতলে গেছে।
শুক্রবার রাত ৯টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের সামনের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাদেশকে তথ্যটি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার এসআই মুরাদ।
তিনি জানান, রাত ৯টার দিকে সায়েদাবাদ রেলক্রসিংয়ের ওপর একটি বাস দাঁড়িয়ে ছিলো। একটি ট্রেন রেলক্রসিং অতিক্রম করার সময় বাসের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে বাসের ছাদে থাকা দুই যাত্রী বাস থেকে ছিঁটকে পড়ে আহত হন। তাদের ঢামেকে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে
নিউজবাংলাদেশ.কম