লস-এঞ্জেলসে পুলিশের গুলিতে গৃহহীন অসুস্থ ব্যক্তি নিহত
লস-এঞ্জেলসে তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশের গুলিতে এক গৃহহীন অসুস্থ ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনার এক ভিডিও চিত্রে শহরের স্কিড রো এলাকায় ওই ব্যক্তিটির সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার সহিংসতায় জড়িয়ে পড়তে দেখা যায়।
বিবিসিকে লস-এঞ্জেলস পুলিশ জানিয়েছে, লোকটি এক কর্মকর্তার অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টা করলে তিনজন পুলিশ সদস্য তাকে গুলি করে।
লস-এঞ্জেলস টাইমস ও এবিসি নিউজের বরাত দিয়ে বিবিসি জানায়, পুলিশের গুলিতে নিহত লোকটিকে আফ্রিকা বলে চিনতেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি প্রায় ১০ বছর মেন্টাল হেলথ ইন্সটিটিউটে চিকিৎসা শেষে মাসখানেক ধরে রাস্তায় বাস করছিলেন। তাকে কখনই সহিংস আচরণ করতে দেখা না গেলেও লোকটির কিছু মানসিক সমস্যা চোখে পড়েছে বলে জানান স্থানীয়রা।
লস-এঞ্জেলস পুলিশ কর্তৃপক্ষের দাবি, ডাকাতির অভিযোগের তদন্ত করতে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করাকালে লোকটি ক্রমাগত তর্ক করতে করতে মারমুখী হয়ে উঠছিল।
প্রসঙ্গত, গত বছরের শেষ দিকে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনায় আমেরিকা জুড়ে প্রতিবাদের ঝড় বয়ে যায়।
নিউজবাংলাদেশ.কম/ এসজে
নিউজবাংলাদেশ.কম