সহিংসতা বন্ধে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিবৃতি না দেয়ায় ক্ষোভ
ঢাকা: চলমান সহিংসতা বন্ধে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে এ বিষয়ে তিনশ বিধিতে সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিবৃতি না দেয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
৩ মার্চ সোমবার দশম সংসদের পঞ্চম অধিবেশনে এমন বিবৃতি দাবি করে ফরাজী বলেন, ‘ দুইমাস যাবত এই সহিংসতা চলছে। কিন্তু আজ পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে কোনো বিবৃতি দিতে পারেননি।
রুস্তম আলী ফরাজী বলেন, অন্যান্য মন্ত্রী বিবৃতি দেন। তারা কীভাবে বিবৃতি দেন। এই পার্লামেন্টে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিবৃতি দিয়ে বলতে হবে, তিনি কী কী পদক্ষেপ নিয়েছেন?’
তিনি ক্ষোভ জানিয়ে বলেন, ‘মন্ত্রীরা তো গাড়ি নিয়ে চলেন। তাদের প্রটৌকল আছে। সামনে পেছনে পুলিশ থাকে। কিন্তু সাধারণ মানুষরা কীভাবে চলে সেটা ভাবতে হবে। এটা বন্ধের পথ অবশ্যই আছে। আমরা চাইলে সাজেশন দিতে পারি। এটা দীর্ঘদিন ধরে জাতি সহ্য করতে পারে না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দায়িত্ব নিয়ে বিবৃতি দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করার অনুরোধ করছি।’
ফরাজী আরও বলেন, ‘এ সহিংসতা মাঝখানে কমেছিলো। এখন আবারও বেড়ে গেছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আর কতোকাল?’
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম