ডিসিসি নির্বাচন প্রক্রিয়াধীন, ২৬ জুলাইয়ের মধ্যে সিসিসি নির্বাচন
ঢাকা: ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলে সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। একইসঙ্গে আগামী ২৬ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচন হবে বলেও জানান মন্ত্রী।
সোমবার দশম সংসদের পঞ্চম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এম আব্দুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের বিপরীতে এমন তথ্য জানান তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
মন্ত্রী বলেন, ‘ডিসিসি-২০১০ নির্বাচন অনুষ্ঠানের জন্য ২০১২ সালের ২৪ মে ভোট গ্রহণের দিন ধার্য করে ২০১০ সালের ৯ এপ্রিল নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছিলো। এ বিষয়ে হাইকোর্ট বিভাগ নির্বাচনী কার্যক্রমের ওপর তিন মাসের স্থগিতাদেশ দেয়। ২০১৩ সালের ১৩ মে রিট পিটিশন খারিজ করে দিয়ে নির্বাচনী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে। এরপরে ডিসিসির ৫৫, ৫৬ ও নবগঠিত ৫৭ নং ওয়ার্ডের সীমানা নির্ধারণ করে গেজেট প্রজ্ঞাপন জারির বিষয়ে স্থানীয় সরকারকে অনুরোধ করে নির্বাচন কমিশন। বর্তমানে এ নির্বাচনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।’
তিনি আরও বলেন, ‘আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী আগামী ২৬ জুলাইয়ের মধ্যে সিসিসি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম