সচিব হলেন নয় কর্মকর্তা
ঢাকা: জনপ্রশাসনের নয় অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
তারা জনপ্রশাসনের ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদপর্যাদার পদে দায়িত্ব পালন করছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক আদেশে জানায়, এই নয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. হুমায়ুন খালিদ, বেসরকারি কমিশনের ভারপ্রাপ্ত সদস্য শ্যামল কান্তি ঘোষ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. মাকসুদুল হাসান খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর সিকদার; বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শফিকুল আজম এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য আরাস্তু খান।
নিউজবাংলাদেশ/টিআইএস
বাংলাদেশনিউজ.কম/টিআইএস
নিউজবাংলাদেশ.কম