News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৫, ২ মার্চ ২০১৫
আপডেট: ২২:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২০

গাছে চড়ে অভিনব কর্মসূচি

গাছে চড়ে অভিনব কর্মসূচি

চলমান ক্রসফায়ার, পেট্রোলবোমা, হরতাল-অবরোধের প্রতিবাদে অভিনব কর্মসূচি পালন করেছেন জালাল উদ্দিন মজুমদার নামে এক ব্যক্তি। আজ (মার্চ ০২, ২০১৫) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে ব্যানার, হ্যান্ডমাইক, হারিকেনসহ এক গাছের চড়ে এই কর্মসূচি শুরু করেন তিনি।

জাতীয় মুক্তি আন্দোলনের ব্যানারে নিজের নাম দার্শনিক জালাল উদ্দিন মজুমদার হিসেবে উল্লেখ করে কর্মসূচি পালন করছেন তিনি । ক্রসফায়ার, পেট্রোলবোমা, হরতাল-অবরোধ চিরতরে বন্ধের দাবিতে ২৪ ঘন্টা গাছে অবস্থান করবেন তিনি।

হ্যান্ডমাইক আর হারিকেন হাতে দার্শনিক জালালের ভিন্নধর্মী অবস্থান কর্মসূচি প্রেসক্লাব চত্বরে উপস্থিতদের আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে।  প্রেসক্লাব সংশ্লিষ্টরা ছাড়াও পথচারী, অপেক্ষমান অফিসযাত্রী, স্থানীয় জনতা, পথচারী সকলেরই দৃষ্টি আকর্ষণ করেছে অভিনব কর্মসূচিটি।

মিটিং, মিছিল বা মানববন্ধন নয় একটি কড়ুই গাছের ডালে  এ কর্মসূচি পালন করছেন জালাল উদ্দিন। মাথায় লাল-সবুজ পতাকা বেঁধে তিনি নিজের এক হাত লোহার শিকল দিয়ে গাছের ডালের সঙ্গে আটকে রেখেছেন। এছাড়া দুইটি ব্যানার, একটি হারিকেন ও এক হাতে হ্যান্ড মাইক নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন স্ব-ঘোষিত দার্শনিক জালাল।

জালাল উদ্দিন অবস্থান ধর্মঘট থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের সংকট সমাধানে আলোচনার আহ্বান জানিয়ে যাচ্ছেন।
 
তিনি বলেন, পেট্রোল বোমা, ক্রসফায়ার, হরতাল, অবরোধ স্থায়ীভাবে বন্ধের দাবিতে গাছের ওপর আমি ২৪ ঘন্টা অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি। সরকার ও বিরোধী দল সংলাপের কোনো উদ্যোগ না নিয়ে তারা দুইপক্ষই গাছের ওপর উঠে বসে আছে বলে মনে হয়।
 
যেহেতু সাধারণ প্রতিবাদে সরকার ও বিএনপির দৃষ্টি ফেরানো যাচ্ছে না, তাই তিনি গাছের ওপর উঠেই এই প্রতিবাদ করছেন বলেও জানান জালাল উদ্দিন।
 
দেশের চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসকে আলোচনায় বসতে স্মারকলিপি প্রদান করবেন বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/ এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়