News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১১, ১৮ জানুয়ারি ২০২০

ঝিনাইদহে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহে আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, আহত ৫

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে সম্মেলন স্থলে এ ঘটনা ঘটে। এতে পাঁচ জন আহত হয়েছে।

সংঘর্ষের সময় ৫ শতাধিক চেয়ার ও ব্যানার ভাংচুর করা হয়। এ ঘটনার পর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।

সকাল ১০টার দিকে সম্মেলন স্থলে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। এক পর্যায়ে মঞ্চের সামনের জায়গা দখল ও চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা পরস্পরকে ধাওয়া করে। এসময় তারা মঞ্চের সামনে থাকা ৫ শতাধিক চেয়ার ভাংচুর করে। এতে পাঁচ জন আহত হয় । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ঘটনার পর সম্মেলন স্থলসহ শহরে টান টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দীর্ঘ ১০ বছর পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যা, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকসহ একাধিক কেন্দ্রীয় নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।

সর্বশেষ ২০০৫ সালের ২৫ অক্টোবর জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে সরাসরি ভোটে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আবদুল হাই সভাপতি ও এ্ডভোকেট আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নিউজবাংলাদেশ.কম/এনকে/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়