সাত নৌ কর্মকর্তার অনারারী কমিশন লাভ
ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে নৌ-বাহিনীর সাত জন মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড কর্মকর্তাকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হয়েছে।
বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি আনুযায়ী মো. মনিরুল ইসলাম (এমসিপিও, এসডব্লিউ), মোহাম্মদ শাহজাহান আলী (এমসিপিও, এক্স-জিআই), কাজী ফারুক আহাম্মদ (এমসিপিও, এল), মোহাম্মদ নূর ইসলাম জোমাদার (এমসিপিও, এক্স-ককিউএ-১), মোহাম্মদ আফজাল হোসেন শেখ (এমসিপিও, এক্স-এফসি-১), মো. সাইফুর রহমান মজুমদার (এমসিপিও, ই) এবং মোহাম্মদ মোকলেছুর রহমান মান্না (এমসিপিও, এক্স-সিডি-১) অনারারী কমিশন লাভ করেছেন।
আইএসপিআর জানিয়েছে, নৌ-বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে লাভ করা এই অনারারী কমিশন আগামী ২৬ মার্চ ২০১৫ থেকে কার্যকর হবে।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই
নিউজবাংলাদেশ.কম