News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫০, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৮ জানুয়ারি ২০২০

নাটোরে কাউন্সিলরদের ৭ দিনের আল্টিমেটাম

নাটোরে কাউন্সিলরদের ৭ দিনের আল্টিমেটাম

নাটোর: নাটোরের নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম পিয়াসকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের প্রতিবাদে দোষীদের গ্রেফতার দাবিতে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে কাউন্সিলররা। বুধবার সকালে নাটোর প্রেসক্লাবে বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন নাটোর শাখার আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নির্ধারিত দিনের মধ্যে দোষীদের গ্রেফতার করা না হলে আগামী ২ এপ্রিল থেকে দুই ঘন্টার কলম বিরতি পালন করা হবে। এছাড়া জেলার সকল পৌরসভায় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের হুঁশিয়ারিও দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে রাজশাহী বিভাগীয় পৌর কাউন্সিলর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তারুল আলম, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন নাটোর শাখার সভাপতি মোস্তাক আহম্মেদ ভুট্টু, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও নাটোর পৌরসভার কাউন্সিলর নূরুল ইসলাম নুরু, নারী কাউন্সিলর কোহিনুর ইসলাম পান্না এবং নলডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র শরিফুল ইসলাম পিয়াস বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত শনিবার পূর্ব বিরোধের জের ধরে নলডাঙ্গা আওয়ামী লীগ অফিসে দড়ি দিয়ে বেধে প্যানেল মেয়র পিয়াসের ওপর নির্যাতন চালায় প্রতিপক্ষরা।

নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়