স্বাধীনতা পদক প্রদান
ঢাকা: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে সাতজনকে স্বাধীনতা পদক ২০১৫ দেয়া হয়েছে।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে মনোনীতদের হাতে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদকপ্রাপ্তরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রয়াত শাহ এ এম এস কিবরিয়া, প্রয়াত কমান্ড্যান্ট মানিক চৌধুরী ও শহীদ মামুন মাহমুদ, সাহিত্যে অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিতে চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে ড. মোহাম্মদ হোসেন মণ্ডল এবং সাংবাদিকতায় প্রয়াত সন্তোষ গুপ্ত।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৫০ গ্রামের একটি স্বর্ণপদক, দুই লাখ টাকা ও সম্মাননাপত্র দেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম