পেট্রোলবোমায় নিভলো আরো একটি জীবন প্রদীপ
ঢাকা: মাগুরায় পেট্রোলবোমায় দগ্ধ ইয়াদুল নামে আরো একজনের জীবন প্রদীপ নিভে গেল।
বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত শনিবার রাতে মাগুরা সদর উপজেলায় দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোলবোমা ছুঁড়লে অন্য আট সহকর্মীর সঙ্গে দগ্ধ হয়েছিলেন ইয়াদুল। তার শরীরের ৮৮ শতাংশ পুড়ে যায় বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।
এ নিয়ে মাগুরার ওই ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
এর আগে ২১ মার্চ ঘটনার পর ঢাকায় আনার পথে রাত আড়াইটায় রওশন আলী (৩৬) নামে একজন মারা যান। পরদিন ২২ মার্চ রোববার বেলা একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেকের) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাকিল নামে আরো একজন। এখনো চিকিৎসাধীন রয়েছেন আরো ছয়জন। দগ্ধরা হলেন- আরব আলী, ইমরান, ফারুক, নাজমুল, নওশের, মতিন
উল্লেখ্য, শনিবার রাতে সদর উপজেলার মঘিরঢাল এলাকায় মাগুরা-যশোর সড়কে ট্রাকে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালকসহ নয়জন দগ্ধ হন। দগ্ধ ব্যক্তিদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম