News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩০, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৮ জানুয়ারি ২০২০

তিন সিটির নির্বাচন

প্রচারণায় নেয়া যাবে না এমপি-মন্ত্রীদের

প্রচারণায় নেয়া যাবে না এমপি-মন্ত্রীদের

ঢাকা: ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় এমপি-মন্ত্রীসহ কোনো ‘গুরুত্বপূর্ণ’ ব্যক্তিকে নেয়া যাবে না। এমনকি নির্বাচনের আগে প্রার্থীদের কোনো অনুষ্ঠানেও তাদেরকে আমন্ত্রণ জানানো যাবে না।

সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এ কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণের রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ।
 
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে- প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, চীফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, বিরোধীদলীয় উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়রকে বোঝানো হয়েছে।
 
আচরণবিধি অনুযায়ী, নির্বাচনকালীন সময়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রার্থীকে কোনো সভায় পরিচয় করিয়ে দেওয়া ছাড়াও কোনো প্রকার সমর্থন দিতে পারবেন না। অথবা ভোটাররা প্রভাবিত হয় এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকতে পারবেন না।
 
ইতোমধ্যে ২৬ জন কাউন্সিলকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। তাদের নামে রিটার্নিং অফিসে ফাইলও খোলা হয়েছে। কেউ কেউ এরই মধ্যে রিটার্নিং অফিসারের কাছে  ক্ষমা চেয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণের প্রার্থী হাজী সেলিমের বিরুদ্ধেও জমা পড়েছে চারটি অভিযোগ। এরইমধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে তাকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রকাশ্য প্রচারণায় নেমেছেন কোনো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি। এ বিষয়টি নজরে এনে রিটার্নিং অফিসার মিহির সারওয়ার মোর্শেদ প্রার্থীদের সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেন, “আচরণ বিধি লঙ্ঘণের দায়ে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া থেকে শুরু করে প্রার্থীতা বাতিলও হতে পারে। এজন্য সবাইকে আচরণবিধি মানার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে।”
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়