News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২০, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৩, ১৮ জানুয়ারি ২০২০

স্ত্রীর মৃত্যুর ১ দিন পর স্বামীর আত্মহত্যা

স্ত্রীর মৃত্যুর ১ দিন পর স্বামীর আত্মহত্যা

দিনাজপুর: দিনাজপুর জেলার পার্বতীপুরে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যুর একদিন পরই তার স্বামী কাঞ্চন আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে পার্বতীপুরের মন্মথপুর রেল স্টেশনের রেলগেট এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন কাঞ্চন।

নিহত কাঞ্চন পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর চান্দিনাপাড়া গ্রামের খোকা রায়ের ছেলে।

জানা যায়, রোববার সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে ছমাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লতা রাণী (২৩) নিজ ঘরে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পার্বতীপুরের মিশনারি ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল আটটার দিকে চিকিত্সাধীন অবস্থায় লতা মারা যান।  

পারিবারিক সূত্র জানায়, এক বছর আগে পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর চান্দিনাপাড়া গ্রামের খোকা রায়ের ছেলে বিশ্বনাথ রায় কাঞ্চনের সঙ্গে লতা রাণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য শ্বশুর-শাশুড়ি ও স্বামী তাকে নির্যাতন করে আসছিল। স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়