News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩৫, ২ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৩১, ২ ফেব্রুয়ারি ২০২০

জনগুরুত্বপূর্ণ চারটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

জনগুরুত্বপূর্ণ চারটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জনগুরুত্বপূর্ণ চারটি আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এগুলো হলো গণকর্মচারী (বিদেশি নাগরিকের সহিত বিবাহ) আইন ২০১৫, ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন ২০১৫, বাংলাদেশে পেট্রোলিয়াম কর্পোরেশন আইন ২০১৫ এবং কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকার সামাজিক উন্নয়ন তহবিল গঠন ও পরিচালনার নীতিমালা ২০১৫।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইন চারটির খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি জানান, আনসার সদস্যদের জন্য বিভিন্ন শাস্তি বৃদ্ধির (বিশেষ করে বিদ্রোহকালীন) বিধানসহ তাদের চাকরি স্থায়ীকরণের সময়সীমা ছয় বছর নির্ধারণ করে এ সংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রতি ইউনিটে ৩ পয়সা করে সংগ্রহ করে একটি সামাজিক উন্নয়ন বিষয়ক তহবিল গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এ তহবিলের টাকা ক্ষতিগ্রস্ত এলাকায় গঠিত স্থানীয় কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করবে সরকার।

বিস্তারিত আসছে...

নিউজবাংলাদেশডটকম/টি্আই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়