News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৮, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৩:৫১, ২০ সেপ্টেম্বর ২০২০

পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ২০ দালালকে সাজা

পাসপোর্ট অফিসে র‌্যাবের অভিযান, ২০ দালালকে সাজা

ঢাকা: রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এসময় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত দালাল চক্রের ২০ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।

মঙ্গলবার দুপুরে আড়াইটার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় ১৯ জন দালালকে তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করে, অনাদায়ে আরো ১৫ দিন কারাদণ্ডে আদেশ দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন- মো. জাহাঙ্গীর  হোসেন (২৭), মো. মিলন মিয়া(১৮), সোলাইমান (৩৪), মো. আক্তার মিয়া (৫০), মো. ইসমাইল হোসেন (৩২), মো. সোহাগ মিয়া (২২), মো. রহমত উল্লাহ, আব্দুল মালেক (৩২), মো. রাসেল (৩২), লিটন মিয়া (৩০), আবুল কাশেম (৩২), মো. রিয়াজুল ইসলাম (২২) ও মো. মতিউর রহমান (৬০), মো. শহিদুল ইসলাম (৪০), মানিক শিকদার ( ২৮), মো. জীবন (১৮), মো মনির (১৯), মো. শহিদুল ইসলাম (৪০), মো. নাঈম মিয়া (২৯), মো. বাচ্চু মিয়া (৫৮)।

এছাড়াও বদরুজ্জামান চঞ্চল (২৪) নামে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়