News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৫, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪৪, ১৮ জানুয়ারি ২০২০

যাত্রাবাড়ীতে নারী ও কিশোরী রহস্যজনক খুন

যাত্রাবাড়ীতে নারী ও কিশোরী রহস্যজনক খুন

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর একটি ফ্ল্যাট বাসায় রওশন আরা (৬২) নামের এক নারী ও কল্পনা (১৫) নামের এক কিশোরী রহস্যজনকভাবে খুন হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টর দিকে উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার ওই বাসা থেকে যাত্রাবাড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ দুটি সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন ঘটনাস্থলে থাকা যাত্রাবাড়ী থানার এসআই পরিমল চন্দ্র। তবে তিনি এর চেয়ে বেশি কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

যাত্রাবাড়ী থানার ওসি অবণী শঙ্করের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সন্ধ্যায় এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়ে এক নারী ও এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থলে সিআইডির একটি প্রতিনিধি দল গেছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

তবে খুন হওয়া দুজনের সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, “এখনো সম্পর্কের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারেনি। ঘণ্টাখানেক পর যোগাযোগ করলে জানানো যাবে।”

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়