অভিজিৎ হত্যায় জড়িত সন্দেহে ফারাবি আটক
লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যায় জড়িত সন্দেহে ফারাবি শাফিউ রহমানকে আটক করেছেন র্যাব। রাজধানী যাত্রাবাড়ী থেকে আজ (মার্চ ০২, সোমবার) সকালে তাকে আটক করা হয়।
ফারবিকে আটকের খবর নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম। তাকে বতর্মানে র্যাব হেফাজতে রাখা হয়েছে। আজ দুপুরে র্যাব এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির কাছে ফুটপাতে অজ্ঞাত দুর্বৃত্তরা অভিজিৎকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আফরিন বন্যাও গুরুতর আহত হন। ঘটনার সময় তারা বই মেলা থেকে বাসায় ফিরছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান অভিজিৎ। গুরুতর আহত বন্যা চিকিৎসাধীন আছেন।
পুলিশ ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা দুটি চাপাতি ও একটি স্কুলব্যাগ উদ্ধার করে। এ ঘটনায় অভিজিতের বাবা শিক্ষাবিদ ড. অজয় রায় শুক্রবার সকালে শাহবাগ থানায় মামলা করেন।
আটক ফারবি শাফিউ রহমান বিভিন্ন সময়ে ফেসবুক, ব্লগে করা পোস্ট ও কমেন্টে অভিজিৎ রায়কে হত্যার কথা বলেছিলেন। গত গত বৃহস্পতিবার রাতের ঘটনার পরও ফারাবির এ ধরণের মন্তব্য ও হুমকির কথা আলোচনায় চলে আসে। এরআগে, উগ্রপন্থীদের হাতে নিহত ব্লগার রাজিবের জানাজা পড়ালে ইমামকে হত্যার কথা বলেও হুমকি দিয়েছিল ফারাবি। এরপর গতবছর ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ফারাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
ফেইসবুক ব্যবহার করে ইমামকে হত্যার হুমকি দেয়ায় তথ্যপ্রযুক্তি আইনে গত জুন মাসে ফারাবির বিরুদ্ধে ঢাকার একটি আদালতে অভিযোগ গঠন হয়। হাই কোর্ট থেকে জামিন নিয়ে গত ২১ অগাস্ট কারাগার থেকে মুক্তি পান বলে জানিয়েছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/ এসজে
নিউজবাংলাদেশ.কম