News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩২, ১০ ফেব্রুয়ারি ২০১৫
আপডেট: ২২:০৫, ১০ ফেব্রুয়ারি ২০২০

‘তার মাকে জানিয়ে দিও, সে চিরদিনের জন্য সাফা’

‘তার মাকে জানিয়ে দিও, সে চিরদিনের জন্য সাফা’

অবরোধ ও হরতাল সমর্থকদের কবলে নিজের গাড়িবহর পড়ায় বেজায় ক্ষুব্ধ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। তার গাড়িবহরে ‘ত্রিশূল’ নিক্ষেপের অভিযোগ এনে জড়িত ব্যক্তিকে রীতিমতো হত্যার ঘোষণা দিয়েছেন তিনি।
গত সোমবার সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের মহসীন আলী বলেন, ‘দুপুরে সুনামগঞ্জ থেকে মৌলভীবাজার আসার পথে আমার গাড়ি বহরে ত্রিশূল নিক্ষেপ করা হয়।’ এ সময় তিনি বলেন, ‘ভিডিওচিত্রে সে (ত্রিশূল নিক্ষেপকারী) চিহ্নিত হয়ে গেছে। তার মাকে জানিয়ে দিও, সে চিরদিনের জন্য সাফা (শেষ)।’
এসময় সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়া যদি রাজনীতি করতে চান তাহলে দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে তার সঙ্গে কোনো আলোচনা নাই।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফিরোজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মসুদ আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খান, সাবেক এআইজি সৈয়দ বজলুর করীম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন প্রমুখ। সমাবেশ শেষে একটি অবরোধবিরোধী বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আরবিএন/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়