News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৮, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৪:২২, ১৫ এপ্রিল ২০২০

যশোরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৭

যশোরে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত ৭

যশোহর: জেলায় টেন্ডারবাজি নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ১৫টি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে আহত হয় সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর পুত্রসহ ৭ জন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় ৯ কোটি টাকার কাজের দরপত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ। কাজ পাওয়ার জন্য আওয়ামী লীগের দু’পক্ষ সকাল থেকে জেলা শিক্ষা ভবন এলাকায় অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় একপক্ষ আরেক পক্ষকে প্রতিহত করতে চেষ্টা করে। এক পর্যায়ে দুপুর ১টার দিকে সংঘর্ষ বেঁধে যায় দু’গ্রুপের মধ্যে। এসময় উভয় পক্ষ প্রায় হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো নিউজবাংলাদেশকে জানান, শিক্ষা ভবনের পাশেই তার বাড়ি। তার ছেলে জয়ও টেন্ডার জমা দিতে গিয়েছিলেন। এজন্য সন্ত্রাসীরা তার বাড়িতেও ৫/৬টি ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় তার ছোট ছেলে হাবিব হাসান ও পথচারীসহ অন্তত ৭ জন আহত হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ কেএম আরিফুল হক নিউজবাংলাদেশকে জানান, টেন্ডারবাজি নিয়ে শিক্ষা ভবন এলাকায় বোমাবাজি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়