News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১২, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫২, ২৫ জানুয়ারি ২০২০

দিনাজপুর সীমান্তে ফেন্সিডিলসহ মালামাল জব্দ

দিনাজপুর সীমান্তে ফেন্সিডিলসহ মালামাল জব্দ

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার চৌঠা সীমান্ত থেকে চার শ’ ৪০ বোতল ফেন্সিডিলসহ দুই লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দিনাজপুর-২৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কোরবান আলী নিউজবাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মঙ্গলবার ভোরে বিরামপুর উপজেলার রানীনগর চৌঠা সীমান্তে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন হাবিলদার আব্দুল মালেক। এ সময় ওই সীমান্ত এলাকায় একদল চোরাকারবারী ফেন্সিডিলসহ ভারতীয় মালামাল পাচার করছিল। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পটলার মধ্যে ভারত থেকে নিয়ে আসা মালামাল একটি মাঠের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে চার শ’ ৪০ বোতল ফেন্সিডিল, একটি বাইসাইকেল, মোবাইলফোনসহ ভারতীয় মালামাল উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামালের মূল্য দুই লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

নিউজবাংলাদেশ.কম/বিএসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়