News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫২, ১৮ জানুয়ারি ২০২০

‘শ্রমিকদের ক্ষতিপূরণ আইন তামাশার শামিল’

‘শ্রমিকদের ক্ষতিপূরণ আইন তামাশার শামিল’

সাভার: দেশে শ্রমিকদের ক্ষতিপূরণ বিষয়ে যে আইন রয়েছে তা তামাশার শামিল। এ আইনে ক্ষতিপূরণ দিলে শ্রমিকরা নায্য পাওনা থেকে বঞ্চিত হবে। তাই এ আইন পরিবর্তন করে নতুন ক্ষতিপূরণ আইন নির্ধারণ করা দরকার। একথা বলেছেন বাংলাদেশ শ্রমিক সংহতি নেত্রী তাসলিমা আক্তার লিমা।

রানা প্লাজা ধসের ২৩ মাস পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১টায় ধসেপড়া রানা প্লাজার সামনে বিক্ষোভ-সমাবেশে তিনি একথা বলেন।

ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনদের অংশগ্রহণে এ বিক্ষোভ সমাবেশে লিমা আরো বলেন, প্রধানমন্ত্রী ও আইএলওর ফান্ডে এ পর্যন্ত কত টাকা অনুদান এসেছে এবং কীভাবে তা ব্যয় করা হচ্ছে এ বিষয়ে নিয়মিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

সমাবেশে তিনি দাবি জানান, অবিলম্বে হতাহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদান করা হোক।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়