সরকারবিরোধী ষড়যন্ত্রকালে সাবেক ছাত্রলীগ নেতা আটক
সাভার: সাভারে সরকারবিরোধী গোপন বৈঠকের সময় সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ বিএনপি-জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলতাফ হোসেন খাজা ও মুক্তিযোদ্ধা প্রজন্মদল ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ। অন্যদের পরিচয় জানা যায়নি।
সোমবার গভীর রাতে সাভার পৌর এলাকার গেন্ডায় একটি অফিস থেকে বিএনপি-জামায়াত নেতাদের সাথে বৈঠকের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পোষ্টার, ব্যানার ও ফেষ্টুন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ২৬ মার্চকে সামনে রেখে বিএনপি-জামায়াত কর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে সাভার পৌর এলাকার গেন্ডা বাসষ্ট্যান্ডে অভিযান চালায় পুলিশ। পরে মুক্তিযোদ্ধা প্রজন্মদল ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহার অফিসে বৈঠকরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্যানার-ফেষ্টুন ও পোষ্টার উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব মিয়া জানান, আটককৃতরা বিএনপি-জামাতের ডাকা হরতাল-অবরোধে সাভারের বিভিন্ন স্থানে সংঘটিত নাশকতায় জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের আদালতে প্ররণ করা হবে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/আরএপি/এফই
নিউজবাংলাদেশ.কম