প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন উপ প্রেসসচিব মামুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ প্রেসসচিব হিসেবে মামুন অর রশিদকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, তাঁকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে পরবর্তী এক বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হলো।
দৈনিক জনকণ্ঠের সাবেক সাংবাদিক মামুন অর রশিদ এর আগে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম