News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৯, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৩৯, ৪ জুলাই ২০২০

ঝিনাইদহে ছিনতাইকৃত কীটনাশক কুষ্টিয়ায় উদ্ধার, আটক ২

ঝিনাইদহে ছিনতাইকৃত কীটনাশক কুষ্টিয়ায় উদ্ধার, আটক ২

ঝিনাইদহ: ঝিনাইদহ থেকে ছিনতাইকৃত এক ট্রাক কীটনাশক কুষ্টিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১ টার দিকে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থান থেকে এ কীটনাশক উদ্ধার করা হয়। এ সময় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের শফিকুল ইসলাম (৩০) এবং একই জেলার দৌলতপুর বৈরাগীচর গ্রামের জাহিদুল ইসলাম (৩৫)।

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার আনিছুজ্জামান জানান, গত বছরের নভেম্বর মাসে ঝিনাইদহ বিসিক শিল্পনগরী থেকে ট্রাকে কীটনাশক ভর্তি করে ময়মনসিংহ জেলাতে নিজ ডিপোতে নিয়ে যাচ্ছিল মিমপেক্স এগ্রোকেমিক্যাল লিমিটেড কোম্পানী। পথিমধ্যে ট্রাকটি ছিনতাই করা হয়। এরপর কোম্পানীর পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ছিনতাইকৃত মালামাল কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে রাখা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানা পুলিশ কুষ্টিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় কুষ্টিয়া জেলার কুমারখালীর বাধবাজার ও সদরের যুগিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার দু’টি বাড়ি থেকে ছিনতাই হওয়া এক ট্রাক কীটনাশক উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত কীটনাশকের মূল্য আনুমানিক ১১ লাখ টাকা। এ ঘটনার সাথে জড়িত থাকায় দুই জনকে আটক করা হয়েছে। আটককৃত মালামাল ঝিনাইদহ সদর থানায় রাখা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়