News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৬, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫২, ১৮ জানুয়ারি ২০২০

মিরসরাইয়ে থানার সামনে দুর্ধর্ষ ডাকাতি

মিরসরাইয়ে থানার সামনে দুর্ধর্ষ ডাকাতি

মিরসরাই: মিরসরাই থানার সামনে সোমবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দুটি দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে।

মিরসরাই বাজার উন্নয়ন কমিটির সদস্য ওয়াবদুল হক রিপু নিউজবাংলাদেশকে জানান, নিলয় ভবনের পেছনের গেইট ভেঙে সংঘবদ্ধ ডাকাতদল ভেতরে ঢোকে। এসময় তারা ভবনের জামিলা হার্ডওয়ার দোকানের তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

তিনি আরো জানান, ডাকাতদল একই ভবনের মেসার্স ওমর কর্পোরেশনের শার্টারের তালা ভেঙে ক্যাশে থাকা ১ লাখ ৫৪ হাজার ৭শ ৩৫ টাকা এবং ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

থানার সামনে দুর্ধর্ষ ডাকাতির এ ঘটনায় ব্যবসায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন জামিলা হার্ডওয়ারের মালিক আইয়ুব খান।

মিরসরাই থানার ডিউটি অফিসার এসআই মো. অলিউল নিউজবাংলাদেশকে জানান, নিলয় ভবনে ডাকাতির ঘটনা শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেনি।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়