রাজশাহীতে অপহৃত নাটোরে উদ্ধার, নারী আটক
নাটোর: রাজশাহীর অপহৃত এক কৃষক আবুল কাশেমকে মঙ্গলবার নাটোর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী দলের নারী সদস্য মুন্নি বেগমকে আটক করা হয়েছে।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান নিউজবাংলাদেশকে জানান, রাজশাহীর পবা থানার বাতাশ মোল্লা গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে কৃষক আবুল কাশেম সোমবার দুপুরে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে এক বন্ধুর সাথে দেখা করার জন্য নাটোর শহরের মাদ্রাসা মোড়ে নামেন। এ সময় সেখান থেকে তাকে অপহরণ করে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। আবুল কাশেমকে জিম্মি করে তার কাছে থাকা ২০ হাজার নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে আবুল কাশেমের পরিবারের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
মিজানুর রহমান বলেন, অপহরণকারীদের দাবিকৃত টাকার মধ্যে দেড় লাখ টাকা বিকাশের মাধ্যমে মুক্তিপণ দেয় আবুল কাশেমের পরিবার। খবর পেয়ে গত রাতে পুলিশ অভিযান চালিয়ে শহরের স্টেশন বাজার এলাকা থেকে আবুল কাশেমকে উদ্ধার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শহরের আমহাটি এলাকার একটি বাড়ি থেকে মুন্নি বেগম নামে অপহরণকারী দলের এক নারী সদস্যকে আটক করে পুলিশ। আটক মুন্নি আমহাটি এলাকার ফরহাদ আলীর স্ত্রী।
নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম