News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫০, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

কুষ্টিয়ায় হানিফ

সংলাপে বসার আগ্রহ সরকারের নেই

সংলাপে বসার আগ্রহ সরকারের নেই

কুষ্টিয়া: বিএনপির সাথে সরকারের সংলাপ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার দায়ভার যাদের ওপরে, তাদের সাথে সংলাপে বসার আগ্রহ সরকারের নেই। এই মুহূর্তে সরকার এটা ভাবছে না, জনগণও এটা চায় না।

মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মত বিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ সর্ম্পকে হানিফ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করার চেষ্টা করছে। তার নিখোঁজ হওয়ার প্রকৃত তথ্য খুব শিগগিরই উদঘাটিত হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়