ধূমকেতু এক্সপ্রেস থেকে অস্ত্রসহ নারী আটক
রাজশাহী: ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অস্ত্রসহ এক নারীকে আটক করেছে পুলিশ। জান্নাত নামের ওই নারীর কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ৫৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সোমবার রাত সোয়া ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনে ওই নারীকে আটক করে জিআরপি থানা পুলিশ।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, রাতে প্লাটফরম ছেড়ে যাবার সময় ওই নারী দ্রুত গিয়ে ট্রেনটিতে উঠে যান। এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে ট্রেনে দায়িত্বরত জিআরপি পুলিশ। পরে তার কাছ থেকে এসব পিস্তল-গুলি উদ্ধার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম