News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:২৫, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

ট্রেনে পিস্তল-গুলিসহ নারী আটক

ট্রেনে পিস্তল-গুলিসহ নারী আটক

রাজশাহী: রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিনসহ এক নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেফতারকৃত ওই নারীর নাম আক্তারা বেগম জান্নাত (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কর্ণখালি গ্রামের মৃত আফসার আলীর কন্যা।

রাজশাহী রেলওয়ে পুলিশের ওসি আকবর হোসেন জানান, ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ১১টা ২০ মিনিটে রাজশাহী স্টেশন ছেড়ে যায়। ওই সময় লাফিয়ে ওঠেন ওই নারী। তার কাছে কোনো টিকেট ছিল না। এতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে তল্লাশি করে তার কোমড় থেকে একটি ও বুকের জামার ভেতর থেকে আরো একটি পিস্তল উদ্ধার করে।

পিস্তলের একটিতে ইউএসএ এবং আরেকটিতে মেইড ইন জাপান লেখা রয়েছে। চারটি ম্যাগজিনের মধ্যে দুটিতে ১৭ রাউন্ড গুলি ঢুকানো ছিল। অন্যগুলি তার ব্যাগে ছিল।

পুলিশ আরো জানিয়েছে, স্বামী পরিত্যক্তা জান্নাত এক ছেলে ও এক মেয়ের জননী। প্রায় ছয় বছর আগে তার স্বামী তাকে তালাক দেয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়