News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৭, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

টঙ্গীতে কারখানায় আগুন

টঙ্গীতে কারখানায় আগুন

গাজীপুর: জেলার টঙ্গীর সাতাইশ এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এসএমবি ববিন নামে একটি ক্ষুদ্র শিল্প কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সেলিম মিয়া জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন মুহূর্তের মধ্যে টিনশেড কারখানার একটি কক্ষে ছড়িয়ে পড়ে। টঙ্গী দমকল বাহিনীর দু’টি ইউনিট একযোগে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে কারখানাটির মেশিনারিজ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া এ অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়