News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৪, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

ছোট ভাইয়ের মারপিটে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের মারপিটে বড় ভাইয়ের মৃত্যু

পাবনা: জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের মারপিটে বড় ভাই নিহত হয়েছেন।

পাবনা সদরের দাপুনিয়া ইউনিয়নের ভাঁজপাড়া গ্রামে মঙ্গলবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নবাব আলী (৫০) ওই গ্রামের সোলেমান ওরফে ছনে প্রামাণিকের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক জানান, পাবনা জেনারেল হাসপাতালে একজনের মৃতদেহ আছে জানতে পেরে নবাব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের ছেলে আতিয়ার হোসেন বলেন, “বাড়ির জমি নিয়ে আমার আব্বার (নবাব আলী) সঙ্গে ছোট চাচা আব্দুল লতিফের কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ক্ষুব্ধ হয়ে ছোট চাচা লতিফ আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড দিয়ে আমার বাবাকে মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় আব্বাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়