News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৯, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

সাভারে বাসে আগুন দিল উত্তেজিত শ্রমিকরা

সাভারে বাসে আগুন দিল উত্তেজিত শ্রমিকরা

সাভার: আশুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই পোশাক শ্রমিক আহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক বাসটিতে অগ্নিসংযোগ করে উত্তেজিত শ্রমিকরা।

প্রাথমিকভাবে আহত দুই শ্রমিকের নাম জানা যায়নি। তবে তারা দুইজনই গাজীপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় অবস্থিত হা-মীম সোয়েটার কারখানার শ্রমিক বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

মঙ্গলবার সকাল আটটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী এলাকায় উত্তরা মটরসের কারখানার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনাগামী আবির এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস নবীনগর-চন্দ্রা মহাসড়কে উত্তরা মটরস কারখানার সামনে পৌঁছালে দুই পোশাক শ্রমিককে ধাক্কা দেয়। এসময় গুরুতরভাবে আহত হন ওই দুই শ্রমিক।

এ ঘটনার জের ধরে উত্তেজিত শ্রমিকরা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির অধিকাংশই পুড়ে যায়।

গাজীপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, আশুলিয়া থানা পুলিশ ও আমাদের ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্লিনিকে পাঠিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়