News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১৮, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ১৬:৫৩, ১৮ জানুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চারটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত প্রায় সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের জাহানাবাদ এলাকার ফজলূল হক আমিনের বাড়ি থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ।

সূত্র জানায়, এলাকায় নাশকতার চেষ্টায় স্থানীয় সন্ত্রাসী ফরিদ, ডাকাত বাশার, লাদেন মাসুম ও শিবলু বাহিনীর ক্যাডাররা সংঘবদ্ধ হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এ সময় ফজলূল হক আমিনের বাড়ির আকবর হোসেনের একটি পরিত্যক্ত ঘর থেকে ১টি এলজি, ২টি বন্দুক, ১টি কাটা রাইফেলসহ ৩৬ রাউন্ড কার্তুজ, ১১ রাউন্ড রাইফেলের গুলি, ৬ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়।

বিপুল অস্ত্র উদ্ধারের খবর পেয়ে জেলা প্রশাসক একেএম টিপু সুলতানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্তাব্যাক্তিরা পুলিশ সুপারের কার্যালয়ে ছুটে আসেন।

নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়