লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামী কফিল গ্রেফতার
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান হত্যার প্রধান আসামী কফিল উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে চন্দ্রগঞ্জ থানার গোবিন্দপুর মসজিদের সামনে থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
কফিল একই গ্রামের মোহাম্মদ হোসেন ড্রাইভারের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে। তিনি খুন, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামী বলে জানায় পুলিশ।
প্রসঙ্গত, গত বছরের ২১ জুন দলীয় বিরোধের জের ধরে এলাকার জনপ্রিয় আ. লীগ নেতা আবদুল মান্নানকে হত্যা করে কফিলসহ তার বাহিনীর সন্ত্রাসীরা।
নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই
নিউজবাংলাদেশ.কম