নামাজের সময় গান, ডিজিটাল মেলায় ভাঙচুর
পঞ্চগড়: পঞ্চগড়ে নামাজের সময় উচ্চস্বরে গান বাজানোয় ডিজিটাল মেলা ভাঙচুর করেছে মসজিদের মুসল্লিরা।
সোমবার রাতে পঞ্চগড় সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুদিন ব্যাপী উপজেলা ডিজিটাল মেলার উদ্বোধন করা হয়। রাতে মুক্তমঞ্চে মেলার প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে এশার নামাজের সময় উচ্চস্বরে গান বাজানোর কারণে পার্শ্ববর্তী কেন্দ্রীয় জামে মসজিদের প্রায় অর্ধশতাধিক মুসল্লি ক্ষুব্ধ হয়ে মেলা প্রাঙ্গণে ঢুকে অনুষ্ঠানের চেয়ার, হারমোনিয়াম সহ বিভিন্ন বাদ্যযন্ত্র ভাঙচুর করে। এ সময় মেলার আয়োজক ও অতিথিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নামাজের সময় উচ্চস্বরে গান বাজানোর কারণে মুসল্লিরা ক্ষুব্ধ হয়েছিলেন। পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম