ভ্যান উল্টে ৫ পুলিশ আহত
ঝিনাইদহ: ঝিনাইদহ বিটিভি রিলে সেন্টারের সামনে পুলিশ পিকআপ ভ্যান উল্টে ৫ পুলিশ আহত হয়েছে।
সোমবার রাত নটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই চুয়াডাঙ্গা জেলা পুলিশের সদস্য। আহতরা হলেন-উপপরিদর্শক (সশস্ত্র) শহীদ, পুলিশ কনস্টেবল নাজমুল, দিলীপ, সাইফুল্লাহ ও মাসুদ রানা।
আহতদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক ঈসমাইল হোসেন জানান, “রাত নটার দিকে পুলিশ সদস্যরা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বিটিভি রিলে সেন্টারের সামনে পিকআপ ভ্যানের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে চালক সহ পাঁচ পুলিশই আহত হয়।
তিনি আরও জানান, আহত পুলিশ সদস্যদের নিজ কর্মস্থলে পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম