News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৬, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

দেশে যক্ষ্মা রোগী প্রায় দুই লাখ

দেশে যক্ষ্মা রোগী প্রায় দুই লাখ

ঢাকা: দেশে প্রতি লাখে প্রায় ১২২ জন যক্ষ্মা রোগী রয়েছেন। মোট জনসংখ্যার মধ্যে মোট রোগীর পরিমাণ একলাখ ৯১ হাজার ১৫৫ জন।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাকের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রোগ্রাম বিষেশজ্ঞ ড. কাজী আল মামুন সিদ্দিকী বলেন, “যক্ষ্মারোগের সাধারণ তথ্য ও নিয়ন্ত্রণ কর্মসূচি সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়ে আগামীকাল মঙ্গলবার পালিত হবে বিশ্ব যক্ষ্মা দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য হলো যক্ষ্মা খুঁজবো ঘরে ঘরে, সুস্থ করবো চিকিৎসা করে।”

আয়োজকরা জানান, দিবসটি উপলক্ষে আগামী কাল মঙ্গলবার সকাল সাতটায় শোভাযাত্রার মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন শুরু হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পরিচালক জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ প্রোগ্রামের ন্যাশনাল প্রোগ্রাম কনসালটেন্ট ডা. মুজিবুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার ডা. মোজাম্মেল হক, আইসিডিডিআরবি প্রোগ্রাম কনসালটেন্ট ডা. মো. লুতফর রহমান, ব্র্যাক প্রোগ্রাম ম্যানেজার ডা. শায়লা ইসলাম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়