News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৩৩, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

গাড়ি পোড়ানোর অভিযোগে পৌর মেয়র বরখাস্ত

গাড়ি পোড়ানোর অভিযোগে পৌর মেয়র বরখাস্ত

সাভার: অবরোধ-হরতালে যানবাহনে পেট্রল বোমা নিক্ষেপ করে সাধারণ মানুষ হত্যা চেষ্টার অভিযোগে সাভার পৌরসভার মেয়র আলহাজ মো. রেফাত উল্লাহকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।  

সোমবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাভার পৌরসভায় বরখাস্তের চিঠি পাঠানো হয়। পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরিকুল ইমাম মেয়রের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।   

আলহাজ মো. রেফাত উল্লাহর বিরুদ্ধে অবরোধ ও হরতালে গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ করে সাধারণ মানুষ হত্যা চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় বেশ কটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব মামলায় ফেরারি হয়েও পৌর মেয়রের দায়িত্ব পালন করে আসছিলেন মেয়র রেফাত উল্লাহ।

মেয়র ছাড়াও আলহাজ রেফাত উল্লাহ সাভার পৌর বিএনপির সভাপতি হিসেবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

 নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়