অসহায় সংস্কৃতিকর্মীর তালিকা নেই মন্ত্রণালয়ে: নূর
ঢাকা: বর্তমানে বাংলাদেশে কতোজন দুঃস্থ ও অসহায় সংস্কৃতিকর্মী আছে, তার সঠিক তালিকা বা পরিসংখ্যান নেই মন্ত্রণালয়ের কাছে। তবে প্রতিবছর যারা ভাতা পায়, কেবল তাদের তালিকা সংরক্ষিত আছে।
সোমবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে এমন তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সংরক্ষিত মহিলা আসন এমপি মনোয়ারা বেগমের প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, “বাংলাদেশের সকল দুঃস্থ ও অসহায় সংস্কৃতিকর্মীর তালিকা এবং জেলাওয়ারি হিসাব মন্ত্রণালয়ের কাছে নেই। মন্ত্রণালয় থেকে প্রতিবছর আর্থিকভাবে অসচ্ছল সংস্কৃতিসেবীদের ভাতা প্রদান করা হয়। শুধু এ সকল ভাতাপ্রাপ্তদের তালিকা সরকারের কাছে সংরক্ষিত আছে।”
তিনি জানান, গত ২০১৩-২০১৪ অর্থবছরে ৬৪টি জেলার মোট ২৪৫০ জন দুঃস্থ ও অসহায় সংস্কৃতিকর্মীকে ভাতা প্রদান করা হয়েছে।
ভবিষ্যতে আরও বেশি হারে এই ভাতা ও বাজেট বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা সরকারের আছে বলেও উল্লেখ করেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম