টিএসসিতে ককটেল, নারীসহ আহত ২
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসটি চত্ত্বরে পরপর বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন রেহানা (৩০) ও সাব্বির (২০)।
সোমবার তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন শাহবাগ থানার ডিউটি অফিসার ফারজানা আক্তার।
তিনি জানান, “সন্ধ্যা সোয়া ৭টার কিছু পরে টিএসসি চত্ত্বরের পূর্ব পাশে পরপর কয়েকটি ককটলে বিস্ফোরণ ঘটনায় দূর্বৃত্তরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।”
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনর্চাজ মোজাম্মেল হক জানান, “টিএসটির ককটেল বিস্ফোরণে আহত হয়ে রেহানা ও সাব্বির নামের দু’জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে এসেছেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। আহত সাব্বির ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং রেহানা গৃহীনি।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম