শাহজালালে অবৈধ সোনাসহ আটক ১
ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ সোনা, সিগারেট, মোবাইলসহ মশিউর রহমান (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্বারকৃত মালামালের মধ্যে রয়েছে, স্বর্ণের ১৩টি চেইন এবং ১২টি আংটি, ২৬০ কার্টুন সিগারেট ও ২০টি মোবাইল।
সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে আটক করা হয়।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি, মিডিয়া) তানজিনা আক্তার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মালয়েশিয়ান এয়ালাইন্সের এমএইচ-১০২ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে মশিউর রহমান আজ দুপুরে বিমানবন্দরে অবতরণ করেন। তিনি ২ নম্বর গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়। এসময় তার ব্যাগ তল্লাশি করে ১৩টি স্বর্ণের চেইন, ১২টি আংটি, আসুন জেনফোন-৫ মোবাইল ১৬টি, ৪টি স্যামসং গ্যালাক্সি এ-৭ মোবাইল এবং ২৬০ কার্টুন ব্ল্যাক সিগারেট আটক আটক করা হয়। আটককৃত মশিউরের বাড়ি বরিশালের আলেরকান্দা এলাকায়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম