News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ২৩ মার্চ ২০১৫
আপডেট: ০৫:৪০, ১৮ জানুয়ারি ২০২০

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ দিন: ইডব্লিউজি

স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনী পরিবেশ দিন: ইডব্লিউজি

ঢাকা: অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য সিটি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, অংশগ্রহণকারী প্রার্থী, ভোটার এবং অন্য সকলের প্রতি আহবান জানায় ইলেকশন ওয়ার্কিং গ্রুপ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত ‘সিটি করপোরেশন নির্বাচন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই আহবান জানানো হয়।

ইউব্লিউজির সদস্য তালেয়া রহমান বলেন, “আমরা চাই, লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর জন্য নির্বাচন কমিশনেকে নিশ্চিত করতে হবে, সকল রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ গ্রহণ করে, তা নিশ্চিত করা। যেহেতু এটা দলীয় কোনো নির্বাচন নয়, সেহেতু আমরা আশা করছি, সকলে এই নির্বাচনে অংশ গ্রহণ করবে।”

তিনি  আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে সবাই উদ্বিগ্ন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে । তাই আমরা আশা করি, ২৮ এপ্রিল সকলে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।

ড. মো. আব্দুল আলীম বলেন, “আশা করছি, সকলে নির্বাচনী নীতিমালা মেনে চলবে। মোটর সাইকেলের শোডাউন করে এবং বিভিন্ন রকম কার্যকলাপ করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হবে না।”

বিশ্বাস যোগ্য ও  শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ইডব্লিউজির পক্ষ থেকে ১১ টি সুপারিশ করে বলা হয়, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন এবং উপজেলা নির্বাচনের পর  নির্বাচন ব্যবস্থার ওপর সকলের আস্থা কমে গেছে। তাই নির্বাচনী ব্যবস্থায় সকলের বিশ্বাস  পুনঃপ্রতিষ্ঠা জরুরি। ভোটাররা ভীতিকর কোনো পরিস্থিতিতে ভোট দিতে আসবে না। তাই কার্যকর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সকল প্রার্থীর জন্য সমসুযোগ নিশ্চিত করতে হবে এবং নারীদের ভোট আলাদাভাবে গণনার ব্যবস্থা করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক ড. মো. আব্দুল আলীম, ইডব্লিউজির সদস্য  কামরুল হাসান মনজু,  ড. নাজমুল আহসান কালিমুল্লা, মো. হারুন আর রশিদ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/কেজেএইচ



 



    

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়